বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাঃ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ করে দেয়ার লক্ষে প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।দিনটি আনন্দঘন করার জন্য ক্রীড়াস্থল সুসজ্জিত করা হয়।
ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য প্রতিযোগিতার প্রতি বিষয়ে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কার প্রদান করা হয়।এছাড়া অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষকদের জন্য থাকে পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা।
হাতের লেখা প্রতিযোগিতাঃ সুন্দর হাতের লেখার প্রতি অধিক যত্নশীল, ধৈর্যশীল হওয়ার লক্ষে এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাঃ রঙ তুলি মনের ক্যানভাসের ছবি তুলে ধরে হরেক রকম রংএ। তারা ফুটিয়ে তুলে তাদের দেখা প্রকৃতিকে তাদের রং।
মেলা প্রাঙ্গণঃ মন ও মননের মিলনস্থলই উৎপত্তি ঘটায় মেলার।বই মেলা, বৃক্ষ মেলা, বিজ্ঞান মেলা, কুটির মেলা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হয় সৃজনশীল করমকান্ডে।
শিক্ষাসফরঃ প্রকৃতি থেকে শিক্ষা এ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রতি বছর কোন ঐতিহাসিক ও বিনোদনমূলক স্থান নির্ধারণের মাধ্যমে শিক্ষাসফরের আয়োজন করা হয়।
স্কাউটিংঃ সুশিক্ষার পাশাপাশি আদর্শ ও কর্মঠ নাগরিক গড়ে তোলার প্রয়াসে প্রতিষ্ঠানটি স্কাউটদল গঠন করে গুণগত স্কাউটিংর মাধ্যমে কৃতিত্ব প্রদর্শন করে।
সংগীত বিষয়ক শিক্ষাঃ সপ্তাহে একদিন নার্সারি – নবম শ্রেণির সকল শিক্ষার্থীবৃন্দ সংগীত শিক্ষার সুযোগ পেয়ে থাকে নির্দিষ্ট শ্রেণি সময়সীমার মধ্যে।যা তাদের মনের খোরাক জোগায়।
অন্যান্য কার্যক্রমঃ বাৎসরিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আবৃত্তি, বক্তৃতা, সাধারণ জ্ঞান , বিতর্ক, নাটিকা উপস্থাপন, গল্প বলা, নৃত্য ইত্যাদি।